অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বিদেশি ঋণ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, পরিশোধের সক্ষমতা আছে বাংলাদেশের।
বুধবার (২০ জুলাই) ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাশেষে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, দেশের মানুষের স্বার্থবিরোধী কোনো প্রকল্পে সরকার অর্থায়ন করবে না।
অর্থনৈতিক সংস্কারে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের দেয়া পরামর্শকে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।
বিশ্বজুড়েই অর্থনীতিতে অস্থিরতা চলছে, সংকট কাটাতে সরকার তৎপর বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
উল্লেখ্য, অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ৫১৭ কোটি ১৯ লাখ টাকার ৪টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।