ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে সিপিবি-বাসদ সমর্থিত মেয়রপ্রার্থী বজলুর রশীদ ফিরোজ আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট ডাকাতির অভিযোগ এনেছেন। তিনি বলেন, কোথাও তাদের দলের এজেন্টকে ঢুকতে দেয়া হয়নি। বিরোধী দলের সব এজেন্ট বের করে দিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এটা ভোট ডাকাতির নির্বাচন।
নয়া দিগন্তকে বজলুর রশীদ ফিরোজ আরো জানান, এই নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ আবারো প্রমাণ করলো তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
এদিকে সিপিবি ও বাসদ সমর্থিক ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন বাসযোগ্য ঢাকা আন্দোলনের মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থী -এর উদ্যোগে বিকেল সাড়ে চারটায় প্রগতি সম্মেলন কক্ষে (মুক্তি ভবন, ২ কমরেড মণি সিংহ সড়ক, পুরানা পল্টন) এক জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
সংবাদ সম্মেলনে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা উত্তরের মেয়র প্রার্থী আব্দুল্লাহ আল ক্বাফী (কাফি রতন) এবং ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী বজলুর রশীদ ফিরোজ নির্বাচন সম্পর্কে বক্তব্য তুলে ধরবেন।