গাজীপুর: জেলা আইন সহায়তা কমিটর আয়োজনে জাতীয় আইন সহায়তা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
মঙ্গলবার(২৮ এপ্রিল) সকাল ১০টায় গাজীপুর শহরে এ উপলক্ষ্যে র্যালী হয়।
গাজীপুর জেলা ও দায়রা জজ আবুল খায়ের মোঃ এনামুল হকের নেতৃত্বে জেলা জজ আদালত থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি শহর প্রদক্ষীন শেষে পুনরায়
জেলা জজ আদালতে গিয়ে শেষে হয়।
র্যালীতে ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জজ সৈয়দ জাহেদ মনসুর,চীফ জুডিশিয়াল মাজিষ্ট্রেট মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন, অতিরিক্ত
জেলা ও দায়রা জজ-১ মোঃ ফজলে এলাহী ভূইয়া, অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ খালেদা ইয়াসমিন, যুগ্ম জেলা ও দায়রা জজ-১ ইকবাল হোসেন, যুগ্ম জেলা ও
দায়রা জজ-২ মুহম্মদ আলী আহসান.যুগ্ম জেলা ও দায়রা জজ অতিরিক্ত আদালতের বিচারক বেগম জীনাত সুলতানা, কিশোর আদালতের বিচারক মাকসুদা পারভীন, সিনিয়র সহকারী জজ যথাক্রমে বেগম শাম্মী হাসিনা পারভীন, আলমগীর হোসাইন, গাজী জামশেদুল হক, নাহীদ রুনামা নিতু, ফারজানা ফারুক,মোহাম্মদ মোস্তাফিজুর
রহমান ও সহকারী জজ ঝুমু সরকার প্রমূখ।
গাজীপুর জেলা ম্যাজিষ্ট্রেটের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ হোসেন, পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ দোলোয়ার হোসেন, গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. দেওয়ান মোঃ ইব্রাহিম,সাধারণ সম্পাদক মনির হোসেন, পিপি এড. হারিছ উদ্দিন আহমেদ, জিপি আমজাদ হোসেন বাবুল প্রমূখ।