জাদুঘরে থাকবে হুমায়ূনের আঁকা ছবি ও স্ক্রিপ্ট’

Slider বিনোদন ও মিডিয়া


নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্মৃতি জাদুঘর হচ্ছে নুহাশ পল্লীতে। সেখানে স্থান পাবে নন্দিত এই লেখকের আঁকা ছবি ও তার নির্মিত সিনেমা-নাটকের স্ক্রিপ্ট। আজ মঙ্গলবার সকালে গাজীপুরের নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের ১০ম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে তার স্ত্রী মেহের আফরোজ শাওন এ কথা বলেন। এ সময় হুমায়ূন ও শাওনের দুই ছেলেসহ অসংখ্য ভক্ত উপস্থিত ছিলেন।

মেহের আফরোজ শাওনের ভাষ্য, ‘হুমায়ূন আহমেদের হাতে আঁকা অনেক ছবি নিউইয়র্কের একজন ব্যক্তির কাছে আটকে ছিল। আমরা ছবিগুলো হাতে পেয়েছি। এ ছাড়াও হুমায়ূন আহমেদের সন্তানদের কাছে এবং আমার কাছে কিছু ছবি আছে। এসব ছবি ও হুমায়ূন আহমেদের হাতে লেখা স্ক্রিপ্ট তার স্মৃতি জাদুঘরে রাখা হবে।’

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাওন আরও বলেন, ‘হুমায়ূন আহমেদের স্বপ্ন ক্যানসার হাসপাতাল করার। আমার একার পক্ষে এটা করা সম্ভব না। তার স্বপ্ন অনুযায়ী ক্যানসার হাসপাতাল করার শক্তি অর্জন করতে পারিনি। সরকার যদি উদ্যোগ নেয় তাহলে হুমায়ূন আহমেদের সম্পদ দিতে তার পরিবার পিছপা হবে না।’

সেখানে শাওন হুমায়ূন আহমেদের আরেকটি স্বপ্নের কথা তুলে ধরেন। জানান, তার স্বপ্ন ছিল তার গ্রামের স্কুল নিয়ে। সেটি অষ্টম শ্রেণি পর্যন্ত ছিল। এ মাসে ওই স্কুলটি এমপিওভুক্ত হয়েছে।

এদিকে, হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের নুহাশ পল্লীতে নানা আয়োজন রাখা হয়েছে। হুমায়ূন আহমেদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিমদের খাওয়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *