ভোট কেন্দ্রে এমপি মিটিংয়ে!

রাজনীতি

73235_dholaipar

রাজধানীর ধোলাইপাড় উচ্চ বিদ্যালয় কেন্দ্র। বাইরে স্থানীয় সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার গাড়ি। তার গাড়ি ঘিরে কর্মীদের জটলা। ওই কেন্দ্রের দুই তলার পশ্চিম দিতে যেতে চাইলে এই প্রতিবেদকের পথ আগলে দাঁড়ান একজন। বলেন ওদিকে যাবেন না। কারণ জানতে চাইলে তিনি বলেন, এমপি মিটিং-এ ব্যস্ত। কিসের মিটিং জানতে চাইলে তিনি বলেন, আমাদের দলীয় লোকজনকে নিয়ে মিটিং করছেন। এদিকে একই কেন্দ্রে সকাল নয়টা পর্যন্ত এক ঘণ্টায় ভোট পড়ে ৯টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *