শঙ্কা নিয়েই ভোটগ্রহণ শুরু হয়েছে তিন সিটিতে। ভোট শুরুর আগে গতকাল রাতেই কেন্দ্র দখলের অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের পক্ষ থেকে। এ নির্বাচনে ঢাকা এবং চট্টগ্রামের প্রায় ৬০ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটের আগের রাতে ঢাকার বিরোধী জোট সমর্থিত প্রার্থীদের পক্ষ থেকে কেন্দ্র দখল ও ব্যালট ছিনতাইয়ের অভিযোগ করা হয়েছে। রাজধানীর গুলশানের একটি কেন্দ্রে রাতে কেন্দ্র দখলের অভিযোগ ও পাল্টা অভিযোগ এসেছে সরকারি দলের দুই কাউন্সিলর প্রার্থীর পক্ষ থেকে। ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র পদে প্রার্থী হয়েছেন ১৬ জন। ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়ছেন ২০ জন। চট্টগ্রামে মেয়র পড়ে প্রার্থী হয়েছেন ১২। নির্বাচন কমিশন জানিয়েছে নির্বাচনে প্রায় ৮০ হাজার নিরাপত্তাকর্মী নির্বাচনে দায়িত্ব পালন করবেন।