সৌদিতে আরও ৩ বাংলাদেশি হাজির মৃত্যু

Slider সারাবিশ্ব


সৌদি আরবে আরও তিন বাংলাদেশি হাজির মারা গেছেন। তারা হলেন ফারজিন সুলতানা (৪১), মোরশেদ হাসান সিদ্দিকী (৫৯) ও মমতাজ বেগম (৫০)।
এ নিয়ে চলতি হজ মৌসুমে সৌদি আরবে ২২ জন বাংলাদেশি হাজি মারা যান। তাদের মধ্যে সাতজন নারী ও ১৫ জন পুরুষ রয়েছেন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনাসংক্রান্ত পোর্টালে জানানো হয়েছে, ফারজিন গত ১৪ জুলাই, মোরশেদ ১৬ জুলাই ও মমতাজ ১৭ জুলাই মারা গেছেন। তবে তারা কীভাবে মারা গেছেন, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

পোর্টালের তথ্য অনুযায়ী, ঢাকার মিরপুরের বাসিন্দা ফারজিনের পাসপোর্ট নম্বর বিডব্লিউ ০৩৮৯৮৩০ ও হজ আইডি ০৫২৩০৫৪। ঢাকার ক্যান্টমেন্টের বাসিন্দা মোরশেদের পাসপোর্ট নম্বর ইই ০০৬৪৮৮৮ ও হজ আইডি নম্বর ৭০১৭৫০১। ময়মনসিংহের ফুলবাড়িয়ার বাসিন্দা মমতাজের পাসপোর্ট নম্বর ইই ০২১০২০০ ও হজ আইডি নম্বর ৮০৭২৯০৯।

এদিকে সৌদি আরবে হজ পালন শেষে এ পর্যন্ত দেশে ফিরেছেন ৯ হাজার ৯৬৪ জন হাজি। রোববার রাত ২টা পর্যন্ত তারা দেশে এসেছেন। সৌদি আরবে বাংলাদেশ হজ অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

হাজিরা গত ১৪ জুলাই থেকে দেশে ফিরতে শুরু করেন। শুরু থেকে এ পর্যন্ত ২৭টি ফিরতি ফ্লাইট এসেছে দেশে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১টি, সৌদি এয়ারলাইন্সের ১৩টি, ফ্লাইনাস এয়ারলাইন্সের ৩টি।

গত ৮ জুলাই পবিত্র হজ পালিত হয়। এবার বিদেশ থেকে সাড়ে আট লাখসহ মোট ১০ লাখ মুসল্লিকে নিয়ে হজ অনুষ্ঠিত হয়। ২০১৯ সালে সারাবিশ্ব থেকে প্রায় ২৫ লাখ মুসল্লি হজে অংশ নিয়েছিলেন। কিন্তু এরপর করোনাভাইরাসের কারণে হজযাত্রীর সংখ্যা কমাতে বাধ্য হন সৌদি হজ কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এবার বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজ পালন করেছেন। হজ ব্যবস্থাপনা ও হজ প্রতিনিধি দলসহ এবার ১৬৫টি ফ্লাইটে হজে যান তারা। এর মধ্যে বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ জন, সৌদি এয়ারলাইনসের ২৩ হাজার ৯১৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের মাধ্যমে পাঁচ হাজার ৮৬৪ জন হজযাত্রী সৌদি গিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *