রাজধানীর রামপুরা থানাধীন তালতলা মার্কেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত সিএনজিচালিত অটোরিকশাচালক মামুন (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (১৮ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এর আগে রোববার (১৭ জুলাই) দুপুরে তাকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে সিএনজি অটোরিকশাচালক মামুন জানান, এদিন নিউমার্কেট থেকে যাত্রী নিয়ে তালতলা মার্কেটে যান তিনি। যাত্রী বিদায় করে সেখানে দাঁড়িয়ে চা পান করছিলেন। হঠাৎ এক দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তার কাছে থাকা ১৫০০ টাকা ছিনিয়ে নেয়। তার চিৎকারে আশপাশের লোকজন ওই ব্যক্তিকে ধরে ফেলে। আহত অবস্থায় মামুন প্রথমে খিদমা হাসপাতালে যান। খবর পেয়ে স্বজনরা তাকে সেখান থেকে নিয়ে ঢামেকে নিয়ে ভর্তি করান।
পরিবার নিয়ে কামরাঙ্গীরচর ঝাউলাহাটি এলাকায় থাকতেন অটোরিকশা চালক মামুন। ঘাতককে রামপুরা থানা পুলিশ রোববারই আটক করেছে।