নড়াইল: নড়াইল জেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৪৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে সদর উপজেলার শাহাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মহিদুল ইসলাম (২৮) রয়েছেন।
রোববার (২৬ এপ্রিল) রাত থেকে সোমবার (২৭ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
নড়াইল পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, নড়াইল সদর থানায় ১০, লোহাগড়ায় ১৬, কালিয়ায় সাত ও নড়াগাতি থানায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।