করোনায় আরও ৯১৬ মৃত্যু, শনাক্ত ৬ লাখ ৪৩ হাজার

Slider সারাবিশ্ব


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৯১৬ জন মারা গেছেন। একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছে ছয় লাখ ৪২ হাজার ৭৪৩ জন। এর আগের ২৪ ঘণ্টায় করোনায় মারা যান এক হাজার ৫৪০ জন। ওই সময়ে করোনা রোগী শনাক্ত হয় সাত লাখ ৭৩ হাজার ৫৫৯ জন। ফলে একদিনের ব্যবধানে বিশ্বে করোনায় মৃত্যু কমেছে ৬২৪ জন। একই সময়ে শনাক্ত কমেছে এক লাখ ৩০ হাজার ৮১৬ জন।

এদিকে, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৫৬ কোটি ৭০ লাখ ৫৭ হাজার ২৫৩ জন। এদের মধ্যে মারা গেছেন ৬৩ লাখ ৮৬ হাজার ৮৩৬ জন।

রোববার (১৭ জুলাই) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।
গত ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে ব্রাজিলে। তবে দৈনিক সংক্রমণের তালিকায় ব্রাজিলকে টপকে শীর্ষে উঠে এসেছে ফ্রান্স।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২০৮ জন মারা গেছেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ছয় লাখ ৭৫ হাজার ৩৫৩ জনের। ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৪০ হাজার ১৪৯ জন। এ নিয়ে দেশটিতে মোট করোনায় আক্রান্ত হলেন তিন কোটি ৩২ লাখ ৯০ হাজার ৩৬৬ জন।

এরপর দৈনিক প্রাণহানির তালিকায় রয়েছে, ইতালি, মেক্সিকো, অস্ট্রেলিয়া, তাইওয়ান ও যুক্তরাষ্ট্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *