জেলা সংবাদদাতা
গ্রাম বাংলা নিউজ২৪.কম
বগুড়া: বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের এমপি, জাসদের কেন্দ্রিয় সহ-সভাপতি একেএম রেজাউল করিম তানসেনের বিরুদ্ধে জুতা মিছিল করেছে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগ। এতে ক্ষুদ্ধ জাসদের নেতা কর্মীরা প্রতিবাদ মিছিল করে আ’লীগ সভাপতিকে মারধর করেছে। এ নিয়ে দু’দলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, কাবিখা, কাবিটা, টিআর, পুকুর, হাটবাজার ইজারা প্রদান এবং বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরীকাম নৈশপ্রহরী নিয়োগে ব্যাপক অনিয়ম, দূর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে বুধবার বেলা সাড়ে ১১ টায় নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জুতা মিছিল বের করা হয়। মিছিলটি নন্দীগ্রাম পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বাসস্ট্যান্ডে প্রতিবাদ সভা করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা কালিপদ সরকার, মখলেছুর রহমান মিন্টু, আলী হাসান, একরাম হোসেন, আফজাল হোসেন, আনিছুর রহমান আলো, জুলফিকার আলী ফক্কার, মুক্তার হোসেন বকুল, ফারুক হোসেন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মামুনুর রশিদ, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম বাদশা , উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সাঈদ প্রমুখ।
মিছিল শেষে আ’লীগ সভাপতি জাহেদুর রহমান উপজেলা পরিষদ ভবনের সামনে দাঁড়িয়ে ছিলেন। এরপরই দুপুর ২টায় আওয়ামীলীগের জুতা মিছিলের প্রতিবাদে জাসদ নেতা কামরুজ্জামানের নেতৃত্বে পাল্টা বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে আ’লীগ সভাপতি জাহিদুর রহমান ও জাসদ নেতা কামরুজ্জামানের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় আ’লীগ সভাপতিকে জাসদ নেতা কর্মীরা কিলঘুষি ও চড় থাপ্প্ড় মারে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। এনিয়ে আওয়ামীলীগ ও জাসদ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।