কাল রোববার এসএসসি পরীক্ষা শুরুর তারিখ জানা যাবে

Slider শিক্ষা


বন্যার কারণে পিছিয়ে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর তারিখ জানাতে বিশেষ সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আগামী রোববার দুপুর ১টায় মন্ত্রী সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।

মহামারীর কারণে পিছিয়ে যাওয়া এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা এবার ১৯ জুন শুরু করে ৬ জুলাই শেষ করার কথা ছিল। কিন্তু জুনের মাঝামাঝি সময়ে প্রবল বর্ষণ আর উজানের ঢলে সিলেট অঞ্চল এবং উত্তরের কয়েকটি জেলায় ব্যাপক বন্যা দেখা দিলে সরকার ১৭ জুন পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়।

সারা দেশে ২০ লাখের বেশি শিক্ষার্থী এবার এসএসসি ও সমমানের পরীক্ষা দেওয়ার অপেক্ষায় আছে। কিন্তু বন্যাদুর্গত এলাকায় অনেক শিক্ষার্থীর বইপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের হাতে নতুন বই পৌঁছে দিয়ে তারপর পরীক্ষার আয়োজন করা হবে বলে এর আগে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

গত ৬ জুলাই সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পরীক্ষা কবে হবে, সে বিষয়ে তখনও সিদ্ধান্ত হয়নি। বই দেওয়ার পর প্রস্তুতি নেওয়ার জন্য শিক্ষার্থীদের অন্তত ২ সপ্তাহ তারা দিতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *