রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ দুপুর ১টা ১১ মিনিটের দিকে ভূকম্পন অনুভূত হয়। প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পের সময় আতঙ্কিত লোকজন বাসাবাড়ি, অফিস আদালত ছেড়ে রাস্তায় নেমে আসেন। হঠাৎ ভূমিকম্পে লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। পুকুরের পানিতে ঢেউ খেলে যায়। এর আগে শনিবার দুপুরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দুই দফা জোরালো ভূকম্পন অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পের সময় বিভিন্ন এলাকার মানুষ আতঙ্কে বাসাবাড়ি, অফিস-আদালত, স্কুল-কলেজ ছেড়ে রাস্তায় নেমে আসেন। রিখটার স্কেলে ৭.৫ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালের বারপাক অঞ্চলে। এনডিটিভির খবরে বলা হয়েছে, আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থলও নেপাল। কাঠমান্ডুর ৮০ কিলোমিটার পূর্বে ভূমিকম্পের উৎপত্তিস্থলে মাত্রা ছিল ৬.৭ রিখটার স্কেল।
ভারতের ভূতত্ত্ব বিভাগ সূত্র দাবি করেছে, আরও কয়েকবার ভূমিকম্প হওয়ার আশঙ্কার রয়েছে।