গুরুতর অসুস্থ সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার

Slider জাতীয়


সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার গুরুতর অসুস্থ। গত ১ জুলাই থেকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। আগামী শনিবার তার চেন্নাই যাওয়ার টিকিট কাটা থাকলেও যেতে পারছেন না। তবে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে পার্শ্ববর্তী দেশ ভারতের চেন্নাইয়ে নেওয়ার চেষ্টা চলছে।

আজ বৃহস্পতিবার মাহবুব তালুকদারের ব্যক্তিগত সহকারী (পিএস) মুহাম্মদ এনাম উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি অসুস্থ থাকায় যুক্তরাষ্ট্র থেকে মেয়ে আফরীন মাহবুব ও কানাডা থেকে ছেলে শোভন মাহবুব ঢাকায় এসেছেন। তার স্ত্রী নিলুফার বেগম ও বড় মেয়ে আইরীন মাহবুব সঙ্গে আছেন।

পিএস এনাম উদ্দীন বলেন, মাহবুব তালুকদারকে এয়ার অ্যাম্বুলেন্সে পার্শ্ববর্তী দেশ ভারতের চেন্নাইয়ে নেওয়ার চেষ্টা চলছে। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালে ডা. তৈমুর নেওয়াজের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।

২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি মাহবুব তালুকদার কে এম নুরুল হুদার নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের বাংলাদেশ নির্বাচন কমিশনের সদস্য হিসেবে রাষ্ট্রপতি আব্দুল হামিদ কর্তৃক নিয়োগ পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *