আজ শনিবার প্রচারণায় বের হবেন না বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ব্যক্তিগত ও দলীয় কাজ এবং খারাপ আবহাওয়ার কারণে তিনি প্রচারণায় বের হবেন না বলে জানিয়েছেন চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান। ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দলের সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট চাইতে গত শনিবার থেকে তিনি প্রচারণায় নামেন। প্রচারে গিয়ে সরকার সমর্থকদের হামলার মুখে পড়েন সাবেক এ প্রধানমন্ত্রী। সর্বশেষ গত বুধবার বাংলামটরে তার গাড়িবহরে হামলা হয়। এদিকে গতকাল শুক্রবার নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, আচরণবিধি অনুসারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গাড়িবহর নিয়ে নির্বাচনী প্রচার চালাতে পারবেন না। ইসি এ বিষয়ে নির্দেশনা দিয়ে ঢাকার দুই সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি পাঠিয়েছে। এ নির্দেশনা দিয়ে একটি চিঠি খালেদা জিয়ার কাছেও পাঠানো হবে বলে কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।