নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে নিহত ১, আহত ৬

Slider জাতীয়


নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে সাবেক ও বর্তমান দুই ইউপি মেম্বারের সমর্থকদের মধ্যে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে মো. মফিজ উদ্দিন (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন উভয় পক্ষের আরও ৬ জন।

বুধবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রামের বর্তমান ইউপি সদস্য আব্দুল খালেক ও সাবেক ইউপি সদস্য শাহ আলম গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।

নিহত মফিজ উদ্দিন ওই এলাকার মৃত হানিফ মিয়ার ছেলে এবং শাহ আলমের সমর্থক বলে জানা গেছে।

পুলিশ ও ‍স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। সকালে বাচ্চাদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে দুই পক্ষের লোকজন টেঁটাসহ অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের ৬ জন আহত হন।

আহতদের মধ্যে টেঁটাবিদ্ধ অবস্থায় মফিজ উদ্দিন নামে একজনকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য আহতদের নরসিংদী সদরসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ জানান, খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *