ষ্টাফ করেসপনডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: কালেক্টরেট কর্মচারীদের পদবি পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয়করণে প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের দাবিতে পূর্ন দিবস কর্মবিরতি পালন করেছে গাজীপুরের কালেক্টরেট কর্মচারীরা। দাবি আদায় না হলে ৭জুলাই অফিসে তালা মেরে দিবেন বলে হুসিয়ারী উচ্চারণ করেন।
বুধবার সকাল থেকেই তারা অফিস থেকে বের হয়ে প্রশাসন প্রাঙ্গনে বিক্ষোভ করেন।
সূত্র জানায়, দাবি আদায়ে জুন মাসে থেমে থেমে তারা আন্দোলন করেন। সব শেষ ৩০ জুন দাবি আদায়ের আল্টিমেটাম দেয়। কিন্তু দাবি আদায় না হওয়ায় বুধবার তারা ওই কর্মসচি পালন করেন।
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির গাজীপুর জেলা শাখার সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কর্মচারী সমিতির নেতা রইছ উদ্দিন, রুহুল আমিন,আজহারুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক সিরাজউদ্দৌলা, সুনীল কুমার দাস, আক্তার হোসেন, শংকর চন্দ্র দাস, বিলকিছ লায়লা, তাজআকন্দ চুমকি, রওশন আরা, তাহমিনা পারভিন প্রমুখ।