আশুলিয়া(ঢাকা): রাজধানীর উপকন্ঠ শিল্পাঞ্চল আশুলিয়ায় পোশাক কারখানার খাবার খেয়ে শতাধিক শ্রমিক গুরুতর অসুস্থ হয়েছে। অসুস্থ শ্রমিকদের স্থানীয় হাবিব ক্লিনিকসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে আটটায় বাইপাইল ও বলিভদ্র এলাকায় অবস্থিত আনজির সোয়েটারের দু’টি ইউনিটে এ খাদ্য বিষক্রিয়ার ঘটনা ঘটে।
কারখানার শ্রমিক রেহেনা বেগম বলেন, প্রতিদিনের ন্যায় রাতে কারখানা থেকে খাবার দেওয়া হয়। খাবারের হিসেবে ছিল কলা, রুটি আর ডিম।
খাবার খাওয়ার পর প্রত্যেকের বমি বমি অনুভব হয়। অনেক শ্রমিকই বমি করতে করতে মেঝেতে পড়ে যায়। পরে কারখানা কর্তৃপক্ষ অসুস্থ শ্রমিকদের স্থানীয় হাবিব ক্লিনিকসহ আশপাশের ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠায়।
কারখানার আরেক শ্রমিক মজিবুর জানান, খাবার খাওয়ার মিনিট বিশেক যেতে না যেতেই পেটে ব্যথা অনুভব করেন তারা। এর পরপরই শুরু হয় বমি।
হাবিব ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক ডা.জামান বলেন, অসুস্থ রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়ার জন্যই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।