টাঙ্গাইলের মহাসড়কে ৩৫ কিলোমিটার দীর্ঘ এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফলে ঈদে ঘরে ফেরা মানুষজন চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
শনিবার (৯ জুলাই) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব হতে টাঙ্গাইলের করটিয়া বাইপাস পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়েছে।
মহাসড়কের এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ আতাউর রহমান জানান, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে ব্যাপক গাড়ির চাপ হয়েছে। এতে ধীরগতিতে চলাচল করছে পরিবহনগুলো। ফলে কোথাও কোথাও ধীরগতিতে যানবাহন চললেও ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে।