বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঘরে বসে থাকা উত্তম বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, তিনি (খালেদা জিয়া)উত্তেজনার সৃষ্টি করেন। তাই উনাকে দেখলেই মানুষের ক্ষোভ হতে পারে, ক্রোধ হতে পারে। এজন্য তিনি আক্রমণের শিকার হচ্ছেন। এজন্য তার ঘরে বসে থাকাই উত্তম।’ সিটি নির্বাচনের প্রচারকালে ঢাকার বিভিন্ন এলাকায় খালেদা জিয়ার ওপর হামলার বিষয়ে আজ দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী। ‘বেগম খালেদা জিয়া খোলস, বেশভূষা, ঘোমটা পরার স্টাইল ও ভোল পাল্টে নিজেকে আবার রাজনীতিতে হালাল করার দুরভিসন্ধি করছেন’ মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘এই জঙ্গিরানী ও আগুন সন্ত্রাসীর বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকতে হবে।’ মন্ত্রী বলেন, ‘তিনটি সিটি করপোরেশন নির্বাচনকে উনার শেষ রক্ষার হাতিয়ার, ঢাল হিসেবে ব্যবহার করার সুযোগ খুঁজছেন। সাপের মতো খোলস পাল্টে, রং পাল্টে জনগণের মধ্যে আসার কৌশল নিয়েছেন। কিন্তু উনার বিষদাঁত রয়ে গেছে।’ খালেদা জিয়াকে সমর্থনকারীদের প্রতি ইনু বলেন, ‘এতকিছুর পরও যারা খালেদাকে সমর্থন দিচ্ছেন বা খালেদা যাদের সমর্থন দিচ্ছেন বা যারা খালেদার সমর্থন নিচ্ছেন, তারা সবাই আগুন সন্ত্রাসী বা আগুন সন্ত্রাসের সমর্থক। তারা বাংলাদেশকে আগুনে পুড়িয়ে ভস্ম করতে চায়।