চাঁদপুরের অর্ধশত গ্রামে শনিবার ঈদ

Slider জাতীয়


সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যেও সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে শনিবার (৯ জুলাই) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
এই উপলক্ষে সকাল সাড়ে আটটায় জেলার ফরিদগঞ্জের টোরা মুন্সিরহাট বাজার জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এতে ইমামতি করবেন মাওলানা এএসএম সালামত উল্লাহ। এছাড়া জেলার হাজীগঞ্জ, শাহরাস্তি ও মতলব উত্তরে আরও বেশকিছু ঈদেও জামাত অনুষ্ঠিত হবে। পবিত্র কোরবানির ঈদে পশু কোরবানির জন্য সবধরনের প্রস্তুতি নিয়েছে চাঁদপুরের অর্ধশত গ্রামের প্রায় দুই লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান অধিবাসী।

খোঁজ নিয়ে জানা গেছে, ১৯২৮ সালে হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (রা.) সৌদি আরব এবং চন্দ্র মাস হিসেব করে এখানে দুটি ঈদ উযাপন ও রোজা পালনের নিয়ম চালু করেন। সেই থেকে তার অনুসারীরা বিগত প্রায় ৯০ বছর ধরে এসব ধর্মীয় উৎসব উদযাপন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *