পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজার দুই নম্বর বুথ বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার (৮ জুলাই) বিকালে ফরিদপুরের ভাঙাগামী প্রচেষ্টা পরিবহনের একটি বাস টোল দেয়ার জন্যে বুথে প্রবেশ পথেই জোরে ধাক্কা দিয়ে বুথের স্থান অতিক্রম করে। পরে বাসটি ব্রেক করে পেছনে এসে টোল পরিশোধ করে।
এরপর টোল প্লাজা অতিক্রম করে বাসটি পাসে পার্কিং করানো হয়। অর্ধশতাধিক যাত্রীর বিষয়টি বিবেচনা করে চালকের লাইসেন্স ও গাড়ির কাগজপত্র রেখে বাসটি ছেড়ে দেয় পদ্মা সেতুর উত্তর থানা পুলিশ।
এর আগের বৃহস্পতিবার (৭ জুলাই) ট্রাকের লুকিং গ্লাসের সঙ্গে ধাক্কা লেগে টোলপ্লাজার এক নম্বর বুথ ক্ষতিগ্রস্ত হয়। পদ্মা সেতুর উত্তর থানার ওসি আলমগীর হোসাইন বলেন, সেতুর টোল প্লাজার আঘাত করা বাসটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।