ডিএমপি কমিশনার বলেন, ‘ঈদের নামাজে ছাতা ও মোবাইল ছাড়া মুসল্লিদের অন্য কোন কিছু বহন না করার করার অনুরোধ করছি। আপনার মোবাইল ফোন পকেটে না রেখে হাতে রাখুন।’
রাজধানীতে ঈদুল আজহার নামাজের জামাতে মোবাইল নগরবাসীকে ফোন ও ছাতা ছাড়া অন্য কিছু বহন না করার অনুরোধ করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
শুক্রবার বেলা ১১টার দিকে জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এ আহ্বান জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, ‘ঈদের নামাজে ছাতা ও মোবাইল ছাড়া মুসল্লিদের অন্য কোন কিছু বহন না করার করার অনুরোধ করছি। আপনার মোবাইল ফোন পকেটে না রেখে হাতে রাখুন।
‘নামাজের পর ভিড়ের কারণে অনেকের মোবাইল ও সঙ্গে থাকা ব্যাগ হারিয়ে যায়। এছাড়া যারা অসৎ উদ্দেশে নামাজ পড়তে আসেন তাদের মুসল্লিদের থেকে আলাদা করা মুশকিল। তাই নিজেরা একটু সতর্ক থাকলে এ ধরনের ঘটনা কমে আসবে।’
যেকোনো মূল্যে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানান শফিকুল ইসলাম।
নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দুচিন্তা না করে স্বতঃস্ফূর্তভাবে রাজধানীর যেকোনো ঈদগাহে জামাত আদায়ের জন্য যোগ দিতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যে যেখানে যেভাবে ইচ্ছা নামাজ পড়তে যান, আপনাদের নিরাপত্তা নিশ্চিত করব আমরা মহানগর পুলিশ।’
জঙ্গি হামলার প্রশঙ্গ টেনে ডিএমপি কমিশনার বলেন, ‘হামলার শঙ্কা কখনোই উড়িয়ে দেয়া যায় না। কারণ ওরা (জঙ্গিরা) কখনই একেবারে চুপ করে বসে থাকে না। তাদের অনলাইন তৎপরতা থেমে নেই এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের হাতে জঙ্গি সদস্যরা আটক হচ্ছে।
‘এই সময়টায় মাজারভিত্তিক এবং পীরদের আখড়ায় বা উপসনালয়ে যেখানে ঈদের জামাত হয় সেসব জায়গায় হামলার শঙ্কা থাকে। এ ধরনের জায়গাগুলো চিহ্নিত করে এবং আমাদের শিয়া সম্প্রদায়ের মুসল্লিদের নামাজ পড়ার যে ব্যবস্থা থাকে সেখানে আমাদের আলাদা নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। আপনাদের নিরাপত্তায় আমরা সার্বক্ষণিক প্রস্তুত আছি। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশের সব প্রস্তুতি নেয়া আছে।’
করোনার সংক্রমণ বৃদ্ধির কারণে মাস্ক পরে ঈদ জামাতে শরিক হতে রাজধানীবাসির প্রতি অনুরোধ জানান তিনি।