শুল্ক নিয়ম লঙ্ঘনের অভিযোগে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে ২৭ কোটি টাকা মূল্যের একটি রোলস রয়েস গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)।
সিআইআইডি বুধবার জানায়, জেড অ্যান্ড জেড ইনটিমেটস গাড়িটি আমদানি করে এবং গাড়িটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের বাসভবনের গ্যারেজে লুকানো ছিল।
অধিদফতর জানায়, আমদানি শুল্ক পরিশোধ না করে আমদানিকারক ব্যক্তিগত গ্যারেজে গাড়িটি অবৈধভাবে লুকিয়ে শুল্ক আইনের বিধান লঙ্ঘন করেছেন।
সূত্র : ইউএনবি