চ্যানেল আই অনলাইনের যাত্রা শুরু

Slider বাংলার মুখোমুখি

72427_32

 যাত্রা শুরু করলো চ্যানেল আই নিউজের ওয়েব পোর্টাল www.channelionline.com। গতকাল চ্যানেল আই কার্যালয়ে এই ওয়েব পোর্টাল উদ্বোধন উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে অতিথি ছিলেন ঢাকায় সফররত বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস গ্রুপের পরিচালক ফ্র্যান আনস্‌ওয়ার্থ। এ সময় ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের এডিটর সাইফুল আমীন, চ্যানেল আই অনলাইনের সম্পাদক জাহিদ নেওয়াজ খানসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, এডিটর ও রিপোর্টার উপস্থিত ছিলেন। চ্যানেল আই নিউজের ওয়েব পোর্টাল উদ্বোধন করে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস গ্রুপের পরিচালক জানান, গণমাধ্যম হিসেবে সারা পৃথিবীর বাংলা ভাষাভাষীর মাঝে চ্যানেল আই তার অবস্থান গড়েছে বস্তুনিষ্ঠ তথ্য ও কারিগরি উৎকর্ষ দিয়ে। এটি জেনে ভাল লাগছে, কয়েকজন উদ্যোমী ও পেশাদারি মানুষের নেতৃত্ব, পরিকল্পনা ও মেধার স্বাক্ষর রয়েছে চ্যানেল আইয়ের প্রতিটি কাজের মধ্যে। আশা করি চ্যানেল আই অনলাইন খুব দ্রুতই তার কাঙ্ক্ষিত ও উদ্দিষ্ট পাঠকের কাছে পৌঁছতে সক্ষম হবে।

এ সময় বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ল্যাংগুয়েজের কন্ট্রোলার লিলিয়ান ল্যান্ডর ও বিবিসি মিডিয়া একশানের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট চ্যারিটির নির্বাহী পরিচালক ক্যারোলিন নার্সেসহ বিবিসি বাংলা ও প্রবাহের সঙ্গে যুক্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *