ষ্টাফ করেসপনডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: ১০লাখ টাকা মুক্তিপনের দাবিতে গাজীপুর থেকে অপহৃত ৮বছরের শিশুকে গাইবান্ধা থেকে উদ্ধার করেছে গাজীপুর পুলিশ। এই ঘটনার প্রধান হোতা সহ ২জন আটক হয়েছেন।
ভিকটিম ও আসামীরা বর্তমানে গাজীপুরের পথে রয়েছেন।
আটককৃতরা হলেন, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার সমসপাড়া গ্রামের মূল অপহরণকারী জাহিদুল ইসলাম(৩০) ও তার সহযোগী এম এ ফিরোজ(২৮)।
বুধবার সকাল ৮টার দিকে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার সমসপাড়া গ্রামের মূল অপহরণকারী জাহিদুল ইসলামের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া শিশু খোশ মোঃ পলাশ(৮) এর পিতার নাম মিজানুর রহমান। স্থায়ী বাড়ি শেরপুর জেলার নলিতা বাড়ি থানার দাওতালা গ্রামে। বাবা-মা গার্মেন্টসে চাকুরীর করার সুবাধে পলাশদের পরিবার গাজীপুর জেলার কাশিমপুর এলাকার চক্রবর্তি গ্রামের জনৈক জাফর আলীর বাড়িতে ভাড়া থাকতেন। পলাশ স্থনীয় ব্র্যাক স্কুলের প্রথম শ্রেনীর ছাত্র। আর অপরাধ সংঘটনের উদ্দেশ্যে জাহিদুল ইসলাম গাইবান্ধা থেকে গাজীপুরের চক্রবর্তি এলাকায় ভাড়া থাকতেন।
সূত্র জানায়, ৩০জুন জাহিদুল ইসলাম চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে পলাশকে অপহরণ করে ১০লাখ টাকা মুক্তিপন দাবি করে। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করে ৩লাখ টাকা মুক্তিপন নির্ধারণ করে। টাকা লেনদেনের ধারাবাহিকতায় বুধবার সকাল ৮টার দিকে মূল অপহরনকারী জাহিদুল ইসলামের বাড়ি থেকে পলাশকে উদ্ধার করে গাজীপুর পুলিশ।
বেলা দেড়টায় গাইবান্ধা থেকে ভিকটিম ও আসামীদের নিয়ে গাজীপুরে আসার পথে ভিকটিম উদ্ধারকারী ও গাজীপুর এন্ট্রি কিডনাপীং স্কোয়াডের কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক(এএসআই) মোঃ মমিন সংবাদটি নিশ্চিত করেন।