সাভারের আশুলিয়ার কাঠগড়া বাজারে বাংলাদেশ কমার্স ব্যাংকে তা-ব করে সাত জনকে হত্যার সঙ্গে ছাত্রশিবির জড়িত বলে জানিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মাহফুজুল হক নুরুজ্জামান। বুধবার দুপুরে সাভার মডেল থানায় এক ব্রিফিংয়ে তিনি বলেন, আটক দুজনের দেয়া তথ্য পর্যালোচনা করে জানা গেছে, নিছক ডাকাতির উদ্দেশ্যে নয়, জনমনে আতঙ্ক ছড়াতেই এ ঘটনা ঘটানো হয়েছে। আটক এজজনের পাঞ্জাবিতে রক্ত লেগেছিল। অর্থাৎ সে তখন হয়তো নিজে ছুরিকাঘাত করেছে বোঝা যাচ্ছে। ধরা পড়ার পর সে পাগল-টাগল সাজার চেষ্টা করেছে। বিভিন্ন রকম তথ্য দেয়ার চেষ্টা করেছে। মিথ্যা তথ্য দিয়ে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করেছে। পরবর্তীকালে আমরা তার পরিচয় পেয়েছি। তার কাছে যে সমস্ত জিহাদি বইটই পাওয়া গেছে, দেখা যাচ্ছে সে শিবিরের সদস্য। এদিকে আটক ডাকাত সাইফুল ও বোরহানসহ ১২ জনকে আসামি বুধবার সকালে আশুলিয়া থানার সহকারী উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান একটি মামলা করেছেন।