কালোবাজারি করে ট্রেনের টিকিট বিক্রির সময় রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে পাঁচজনকে আটক করেছে র্যাব-৩। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন রুটের ট্রেনের ফটোকপি টিকিট উদ্ধার করা হয়।
র্যাব-৩ এর দাবি, জব্দ করা টিকিট ফটোকপি করে চড়া দামে ১২ থেকে ১৩ হাজার টাকায় বিক্রি করছিলেন তারা।
র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঈদকে সামনে রেখে কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনের অগ্রিম টিকিটসহ কালোবাজারি চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন রুটের ফটোকপি টিকিট উদ্ধার করা হয়।
আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, আটককৃতরা ঈদের অগ্রিম টিকিট ১২০০ থেকে ১৩০০ টাকায় ক্রয় করে বেশি দাম বিক্রি করছিলেন। তারা সাধারণত কমলাপুরের বিভিন্ন ভাসমান শিশু ও কিশোরদের অগ্রিম টিকিটের লাইনে দাঁড় করিয়ে টিকিট কিনতেন। এরপর সুযোগ বুঝে সংগ্রহ করা টিকিট ফটোকপি করে প্রতিটি ১২ থেকে ১৩ হাজার টাকায় সাধারণ মানুষের কাছে বিক্রি করতেন।
আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিকভাবে র্যাব তাদের নাম-পরিচয় উল্লেখ করেনি। এ বিষয়ে পরে আরও বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র্যাব।