ঢাকা: টানা চতুর্থ দিনের মতো নির্বাচনী প্রচারণায় বের হলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার বিকেল সোয়া পাঁচটার পর তিনি তার গুলশানের বাসা থেকে বের হন। তার আগেই তার জন্য পুলিশ প্রটোকলের গাড়িটি এসে বাসার অনতিদূরে অবস্থান নেয়।
আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দল সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট চাইতে গত শনিবার প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় নামেন খালেদা জিয়া। পরদিন রোববারও নির্বাচনী প্রচারণা চালান তিনি। সোমবার টানা তৃতীয় দিনের মতো প্রচারণায় বেরিয়ে রাজধানীর কারওয়ান বাজারে তার গাড়ি বহর হামলার শিকার হয়।
মঙ্গলবার টানা চতুর্থদিনের মতো তিনি নির্বাচনী প্রচারণায় নামলেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল ও দক্ষিণ সিটি করপোরেশনে মির্জা আব্বাসের পক্ষে ভোট চাইছেন খালেদা জিয়া।
