হারের ম্যাচে সাকিবের বিশ্বরেকর্ড

Slider খেলা

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে দুই হাজার রান এবং ১০০ উইকেট পাওয়ার বিশ্ব রেকর্ড গড়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বপ্রথম এক হাজার রান এবং ১০০ উইকেট পাওয়ার কীর্তিও ছিল সাকিবের। এবার সেই রেকর্ডটিকেই আরও উঁচুতে নিয়ে গেলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

রোববার রাতে ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে অপরাজিত ৬৮ রান করেন সাকিব। ম্যাচটি ক্যারিবীয়দের কাছে ৩৫ রানে হেরেছে বাংলাদেশ। ফলে ম্যাচের একমাত্র প্রাপ্তি হচ্ছে সাকিবের রেকর্ড। এদিন বল হাতে সাকিব পেয়েছেন ১ উইকেট, যেটি ছিল ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে তার ১২০তম উইকেট।

বাংলাদেশের হয়ে সর্বপ্রথম টি-টোয়েন্টিতে ২ হাজারি ক্লাবে যোগ দিয়েছিলেন বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

টি-টোয়েন্টিতে রিয়াদের মোট রান এখন ২০২১। ২০০৫ রান নিয়ে তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডোমিনিকায় বাংলাদেশ ইনিংসের ১৯তম ওভারে ওবেদ ম্যাকয়কে হাওয়ায় ভাসিয়ে সীমানাছাড়া করে ২ হাজারি ক্লাবে প্রবেশ করেন সাকিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *