টঙ্গীতে ছাঁটাই আতঙ্কে রেলওয়ের আউটসোর্সিং কর্মীদের রেলস্টেশন অবরোধ

Slider জাতীয়


টঙ্গী: ছাটাই না করার দাবিতে রেলওয়ে আউটসোর্সিং কর্মীরা টঙ্গী রেলস্টেশন অবরোধ করেছে। আজ সোমবার বেলা ১১টার দিকে টঙ্গি ষ্টেশনে এই ঘটনা ঘটে। বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলে।

জানা যায়, বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ টঙ্গী শাখার উদ্যোগে রেললাইনের উপর মানববন্ধন হয়। এরপর রেলস্টেশন অবরোধ করে ট্রেন আটকে দেয়া হয়।

এতে ঢাকা-জয়দেবপুর রটে সকল ট্রেন আটকে যায়। আটকা পড়া ট্রেনগুলো হল, ঢাকাগামী ঢাকা কমিউটার জয়দেবপুর, ঢাকাগামী ব্রহ্মপুত্র জয়দেবপুর, জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস টংগি, বিবাড়িয়াগামি তিতাস বিমানবন্দর আউটার, কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস বিমানবন্দর, তারাকান্দিগামী অগ্নিবীণা তেজগাঁও, পঞ্চগড়গামী একতা ক্যান্টনমেন্ট, জয়ন্তিকা এক্সপ্রেস কমলাপুর, ঢাকাগামী হাওড় মশাখালী থ্রু পাস, ঢাকাগামী সুবর্ণ পুবাইল, ঢাকাগামী ভাওয়াল ধীরাশ্রম
,ঢাকাগামী বনলতা ধীরাশ্রম আউটারে। ১২টা ৪০ মিনিটে টঙ্গীতে লাইন ক্লিয়ার হলে টঙ্গী থেকে জামালপুর কমিউটার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *