শ্রীপুরে স্ত্রীর সঙ্গে অভিমান করে অটো চালকের ‘আত্মহত্যা’

Slider গ্রাম বাংলা

শ্রীপুর( গাজীপুর)ঃ পারিবারিক কলহের জের ধরে গাজীপুরের শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামে স্ত্রীর সঙ্গে অভিমান করে সজিব (২৮) নামের এক অটোচালক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার বিকালে পৌরসভার চন্নাপাড়া গ্রামে একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত সজিব ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ থানার দুর্গাপুর গ্রামের বাসিন্দা মফিজের ছেলে। তার স্ত্রী হালিমার (২৬) বাড়ি গাজীপুরের কাপাসিয়ার তরগাঁও ইউনিয়নের চিনাডুলি গ্রামে। তার সানজিদা নামে ৭ বছরের একটি মেয়ে সন্তান রয়েছে।
স্ত্রী সানজিদা জানান, সজিব জোয়ায় আসক্ত ছিল। টাকা পয়সা নিয়ে ঝগড়া চলছিল।

বাড়ীর মালিক মাজাহার ও পাশবর্তী ভাড়াটিয়ারা জানায়, দীর্ঘদিন ধরে সজিবের স্ত্রীকে নিয়ে এই এলাকায় ভাড়া বাসায় থাকতো। সে অটো চালাতো আর স্ত্রী চায়না ফ্যাক্টরি চাকরী করতো। কিন্ত কদিন যাবত স্ত্রী ঝগড়া করে মেয়েকে নিয়ে বাপের বাড়ী চলে যায়। শনিবার রাত ১ টায় সজিব বাসায় ঢুকে। পরে আর তার সাড়াশব্দ পাওয়া যায়নি। কলহের জের ধরে অভিমান করে ঘরের জানালার গ্রীলের সঙ্গে গলায় স্ত্রীর ওড়না পেঁচিয়ে ফাঁস দেন জানান তারা। পরে ঘরের ভিতর সজিবকে ঝুলতে দেখে পুলিশে খবর দেন তারা।

এই ব্যাপারে শ্রীপুর থানার এস আই অমল সরকার ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *