রাজধানীর কাওরানবাজারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা করেছে সরকার সমর্থকরা। সোমবার বিকালে সরকার সমর্থকরা খালেদা জিয়াকে লক্ষ্য করে বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করে। ওই সময় কাওরান বাজারের কাঁচা বাজারের সামনে একটি পথসভায় হ্যান্ড মাইকে বক্তব্য দিচ্ছিলেন তিনি। ইটের মুখে তার নিরাপত্তাকর্মীরা তাকে নিরাপদে গাড়িতে উঠিয়ে কাওরান বাজার থেকে সরিয়ে নেন। তবে ইটের আঘাতে খালেদার গাড়ির কাচ ভেঙে যায়। খালেদা জিয়া অক্ষত থাকলেও তার নিরাপত্তাকর্মী ও কয়েকজন সাংবাদিক আহত হন। ইটের আঘাতে বহরে থাকা প্রায় সব গাড়ির কাচ ভেঙেছে। শ্রমিক লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের একদল কর্মী লাঠিসোটা ও ইটপাটকেল হাতে এ হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।