শ্রীপুরে সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু প্রতিবাদে সড়ক অবরোধ

Slider গ্রাম বাংলা

58067_f1
শারমিন সরকার ও রাতুল মন্ডল

শ্রীপুর অফিস : টিফিন করতে স্খুল থেকে বাড়ি যাওয়ার সময় ট্রলির ধাক্কায় মাহফুজুর রহমান(১৩) নামে ৬ষ্ঠ শ্রেনীর এক ছাত্রের মৃত্যু হয়েছে। প্রতিবাদে জনতা
সড়ক অবরোধ করে কিছু গাড়ি ভাংচূর করেছে।

নিহতের পিতার নাম মোঃ মন্নাছ আলী। বাড়ি শ্রীপুর পৌরএলাকার ওজিলাব গ্রামে।

সোমবার(২০ এপ্রিল) বেলা আড়াইটার দিকে শ্রীপুর উপজেলার মাওনা-বরমী আঞ্চলিক সড়কের টেংরা এলাকায় ওই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, টেংরা আলহাজ নোয়াব আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র মাহফুজ ও তার সহপাঠি মোশারফ হোসেন বাই সাইকেলে করে টিফিন
করতে বাড়ি যাচ্ছিল।  স্কুলের কাছে টেংরা এলাকায় একটি ট্রলি ধাক্কা দিলে বাই সাইকেল থেকে দুই জনই পড়ে যায়। অতঃপর এলাকাবাসী আহত দুই জনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বেলা আড়াইটার দিকে ডাক্তার আহত মাহফুজকে মৃতু ঘোষনা করেন।

সূত্র জানায়, মাহফুজের মৃত্যুর খবর পেয়ে এলাকাবাসী বরমী-মাওনা সড়কের টেংরা এলাকায় বেশ কয়েকটি যানবাহন ভাংচূর করে সড়ক অবরোধ করেন। বেলা ৪টার
দিকে পুলিশ গিয়ে অবরোধকারীদের সরিয়ে দিলে যানবাহন চলাচলা শুরু হয়।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক(এসআই) আনোয়ার হোসেন সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *