মসজিদের ইমাম কর্তৃক মক্তবের ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ

Slider নারী ও শিশু

রমজান আলী রুবেল শ্রীপুর গাজীপুর প্রতিনিধি: ২৬ জুন সকাল বেলা গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের ৮ নং ওয়ার্ডের একটি মসজিদের ইমাম( ৫৫)কর্তৃক ৩ টি মেয়ে শিশু যাদের বয়স ৯,১০,১১ এর মধ্যে তারা শারীরিকভাবে যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে বাড়ির গার্ডিয়ানদের অবহিত করে।

মেয়ের স্টেটমেন্ট বাবা কর্তৃক প্রকাশিত ( তিনি জানান,সকাল বেলা আমার মেয়ে মক্তব থেকে এসে বলে বাবা আমি আর কোরআন পড়তে মসজিদে যাবনা,মসজিদের হুজুর আমাকে জড়িয়ে ধরে শরীরের বিভিন্ন জায়গায় হাত দিয়ে যৌন হয়রানি করে) [বাকিটা প্রকাশ যোগ্য না]
মেয়ের বাবা মসজিদ কমিটির কাছে অভিযোগ করলে ঘটনাটি ধামাচাপা দিতে তৎপর হয়েপরে মসজিদ কমিটি। সমাজের গন্যমান্য লোকদের নিয়ে বিচারের আশ্বাস দিয়ে কমিটির লোকজন অভিযুক্ত ইমাম কে রাতের আধারে পালিয়ে যেতে সাহায্য করে।

মেয়ের বাবা আরও জানান,মসজিদ কমিটির চাপে, ভয়ে আইনের সহায়তা নিতে পারছিনা।
মসজিদ কমিটির ভাষ্য মতে,অপ্রীতিকর ঘটনা এড়াতেই ইমামকে সরিয়ে দেওয়া হয়েছে,তাদের মতে, হুজুর ছোট মেয়েদের সাথে দুষ্টামি করেছে।

এলাকাবাসীর চাওয়া,মসজিদের ইমাম কর্তৃক কোমলমতি শিশুদের উপর অন্যায়ের বিচার করতে হবে।

এলাকাবাসী আরও জানান,সাবেক মেম্বার,আব্দুল সাত্তার মসজিদ কমিটির সভাপতি ক্যাশিয়ার,আলী হোনেন,ও স্থানীয় নেতা মিলে এমন নেক্কারজনক ঘটনাটি ধামাচাপা দেওয়া হয়েছে।
অভিযুক্ত মসজিদের ইমাম জানান,শিশুদের পড়াতে গিয়ে লাঠি দিয়ে মারপিট করার কারনে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
স্থানীয় লোকদের তথ্য মতে সাংবাদিকেরা ঘটনাস্থলে আসলে ও টাকার বিনিময়ে এমন একটি স্পর্শ কাতর ঘটনা প্রকাশিত হয়নি।
তারা জানান,মসজিদ কমিটি, স্থানীয় নেতা এবং সাংবাদিকদের টাকা দিয়ে অভিযুক্ত ইমাম ঘটনাটি দামাচাপা দেওয়ার চেষ্টা করছন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *