যেভাবে এলো ‘আজকে আমার মন ভালো নেই’

Slider লাইফস্টাইল


‘আজ আমার মন ভালো নেই’ কথাটি কারণে-অকারণে প্রায়ই আমরা বলে থাকি। চিরচেনা এই কথাটি এখন দাপিয়ে বেড়াচ্ছে নেটদুনিয়া, যা রিতিমতো ভাইরাল। ‘আজকে আমার মন ভালো নেই’ কথাটি এখন ঝড় তুলেছে নেটদুনিয়ায়। দেশের জনপ্রিয় তারকা শিল্পীদের পাশাপাশি ভারতের অনেক শিল্পীর মুখেও শোনা গেছে মন খারাপের এই কথাটি। আর সাধারণ মানুষের কথা তো আছেই।

খোঁজ নিয়ে জানা যায়, এটি চট্টগ্রামের ভাষায় একটু মজা করেই বলা। কিন্তু এর পেছনে লুকিয়ে আছে মন ভালো না থাকার একটি বড় কারণ। আর যার মন ভালো নেই সে হলো- চট্টগ্রামের তরুণ নির্মাতা কাজী হান্নান আহমেদ উৎস। কিভাবে তার এই বক্তব্য ছড়িয়ে গেল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

উৎস’র ভাষ্য, ‘আমরা একটা ওয়েব সিরিজ করি, যেটা ১৫ পর্বের। আর এর নাম হচ্ছে চট্টগ্রামের ভাষায় “ডরাইল্ল্যা ভূত”। আমি সিরিজটি শুটিং শুরু করি পেছন থেকে মানে, ১৫-১৪-১৩ এভাবে। ১ নম্বরে এসে যখন শেষ করেছি, তখন জানতে পারলাম মাঝখানের একটি পর্ব আমরা করিনি। সবাই খুব প্রেশারে ছিলাম আর আমরা তেমন প্রফেশনালও না, তাই ভুলটি হয়। আরও একটি কারণ ছিল এটি আমাদের প্রথম কাজ। তখন আমার মনটি খুব খারাপ হয়ে যায়। কাজটি করেছিলাম চট্টগ্রামের ফটিকছড়িতে। তাই ওখানে যাওয়া, নতুন করে শুটিং করা, খরচ বেড়ে যাওয়া, নানা ঝামেলা- এসব কারণে তখন আসলেই মন খুব খারাপ ছিল।’

তিনি আরও বলেন, ‘তখন আমি আমার কাজিনকে (ফাহাদ বিন ওয়াহিদ সাকিব) বলি আমার মন ভালো নেই। তখন সে বলে, কি আর করার কষ্ট করে মাঝের সেই কাজটি আবার করতে হবে। আচ্ছা চল একটা অডিও বানাই, হয়তো মন ভালো হয়ে যেতে পারে! তখন আমি ওকে বলি, কি অডিও বানাবো আর কি শিরোনাম দিবো। সেসময় আমার মনে আসে শিরোনাম তো এটাই হতে পারে- “আজকে আমার মন ভালো নাই”। তখন আমরা দু’জন মিলে এই অডিওর কাজটা শুরু করি। এরপর এটি তৈরি করে আমরা নেটে ছাড়ার পর দেখলাম এটি ভাইরাল হয়ে গেছে। বাংলাদেশ থেকে শুরু করে ভারত ও বিভিন্ন দেশে দেখলাম এই ডায়ালগটা ক্যাপশন হয়ে গেছে “আজকে আমার মন ভালো নেই”। মন খারাপ বা মজা করে সবাই এখন বলছে- আজকে আমার মন ভালো নেই।’

ভাইরাল হওয়ার পেছনে উৎস মনে করেন আরও একটি কারণ আছে। আর তা হলো; আজকে আমার মন ভালো নেই- কথাটি তিনি একটু ব্যথা নিয়ে উপস্থাপন করেছেন। তার এই কথার ভঙ্গিটি দেশের মানুষের মন কেড়েছে। আর সে কারণে এটি ভাইরাল হয়েছে দ্রুত সময়ের মধ্যে।

কী ছিল তাদের বানানো অডিওতে জানতে চাইলে কাজী হান্নান আহমেদ উৎস বলেন, গল্পটা ছিল এমন- এখানে একজন পরিচিত দোকানদারকে আমি ফোন করি। তাকে বলি, একটা কথা বলবো। তখন সে বলে কি কথা। আমি বলি, আজকে আমার মন ভালো নেই। দোকানদার খুব রাগী মেজাজের। কিন্তু সে শান্ত কণ্ঠে বলে, কেন তোর মন ভালো নেই। তুই দোকানে আয়, বসে আড্ডা দেই। তখন আমি বলি, না আসবো না। দোকানি বলে, কেন আসবি না। আমি বলি, কারণ আমার মন ভালো নেই। শেষ পর্যন্ত দোকানি বলে, কোথায় যাবি তুই ঘুরতে যাবি সীবিচ (সমুদ্র সৈকত)। আমি বলি, সেখানেও যাবো না। তার কারণও হচ্ছে আজকে আমার মন ভালো নেই। এই মন ভালো নেই-এর গল্পই এখন নেটদুনিয়া দাপিয়ে বেড়াচ্ছে।

চট্টগ্রামের ছেলে কাজী হান্নান আহমেদ উৎস’র কাছে জানতে চাওয়া হয়, এখন তার মন ভালো আছে কি-না? উত্তরে সে বলে, ‘২০২২ সালটা আমার মন ভালো থাকবে বলে মনে হচ্ছে। কারণ আমার এই ডায়লগটা এখন দেশের জনপ্রিয় তারকা থেকে অন্য দেশের তারকারাও বলে যাচ্ছে। ভালোই লাগছে। মনে হচ্ছে “মন ভালো নেই” দিয়ে আমি সবার মন জয় করেছি।’

আপনার এই মন ভালো নেই দিয়ে তো এখন নানা পোশাকও তৈরি হচ্ছে। বিষয়টি কী জানেন, ‘হ্যাঁ, ছেলেদের অনেক টি-শার্ট, রুমাল, মাস্ক, পানির গ্লাসসহ নানা কিছু তৈরি হচ্ছে। ভালোই লাগছে, ডায়লগ শুধু কথায় না কাজেও ব্যবহার হচ্ছে। বেশ আনন্দ পাচ্ছি। মানুষকে কিছুটা হলেও তো আনন্দ দিতে পেরেছি- এটাই আমাদের বড় পাওয়া।’ বললেন তরুণ এই নির্মাতা।

আগামীর ভাবনা জানতে চাইলে উৎস বলেন, ‘ভালো ভালো কাজ দিয়ে মানুষকে আরও আনন্দ দিতে চাই। সঙ্গে থাকবে সামাজিক নানা বার্তাও। আমার নিজের একটি ইউটিউব চ্যানেল আছে। শুধু নিজের চ্যানেলের জন্যই নয়, বড় পরিসরে কাজ করার ভাবনাও আছে। আপনাদের ভালোবাসা আর দোয়া থাকলে একদিন ঠিকই লক্ষে পৌছাবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *