চার বছর ঘুরে আবারও ফুটবল বিশ্বকাপের রোমাঞ্চ ফিরে আসছে। এবারের আসরের আয়োজক মধ্যপ্রাচের দেশ কাতার। আসরটি ঘিরে ভক্ত-সমর্থকদের আগ্রহ দিন দিন বাড়ছে। তাইতো টুর্নামেন্টের টিকিট পেতে রীতিমতো ঝড় বয়ে যাচ্ছে।
ফিফার গভর্নি বডি বুধবার জানিয়েছে, বিশ্বকাপের বাকি থাকা টিকিট আগামী সপ্তাহ থেকে ‘আগে আসলে আগে পাবার ভিত্তিতে’ দেওয়া হবে।
এর আগে প্রথম দুই ধাপে ১.৮ মিলিয়ন টিকিট বিক্রি হয়। আগামী ৫ জুলাই স্থানীয় সময় দুপুর ১২টায় এবারের টিকিট বিক্রি শুরু হবে। এক বিজ্ঞপ্তিতে ফিফা এমনটি জানায়।
বিবৃতিতে বলা হয়, টিকিট পেতে সমর্থকদের প্রচুর আগ্রহ দেখা যাচ্ছে। স্পনসরদের জন্য বরাদ্দসহ মোট ৩ মিলিয়ন টিকিট রয়েছে।
বিশ্বকাপের প্রধান আয়োজক হাসান আল-তাওহীদ গত সপ্তাহে জানিয়েছেন, এখন পর্যন্ত ১.২ মিলিয়ন টিকিট বিক্রি হয়েছে। যেখানে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফানতিনো জানিয়েছেন, শুধুমাত্র ফাইনালের জন্য ৮০ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন লুসাইল স্টেডিয়ামে খেলা দেখতে ৫ মিলিয়ন (৫০ লাখ) টিকিটের অনুরোধ এসেছে।
প্রায় ২.৪ মিলিয়ন জনসংখ্যার দেশ কাতার অবশ্য আসরের সময় প্রচুর দর্শকের আগমনের জন্য নিজেদের প্রস্তুত করছে। এছাড়া গত মাসে দেশটির সরকার ঘোষণা করেছিল, বিশ্বকাপের সময় আশেপাশের দেশগুলোর সঙ্গে শাটল বিমানের ব্যবস্থা থাকবে। ফলে খেলা দেখে সমর্থকরা খুব দ্রুতই অন্য কোথাও চলে যেতে পারবে।
আগামী ২১ নভেম্বর বিশ্বকাপের পর্দা উঠবে। ৮টি স্টেডিয়ামে ৩২ দল লড়বে।