বর্ষবরণের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছনার ঘটনা তদন্তে দুটি কমিটি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার বেলা সোয়া একটার দিকে ডিএমপির মুখপাত্র মনিরুল ইসলাম নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, নারী লাঞ্ছনার বিষয়টি তদন্ত করবে একটি কমিটি। অন্য কমিটি পুলিশের ভূমিকা ও দায়-দায়িত্ব খতিয়ে দেখবে। তিনি বলেন, সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে নারী লাঞ্ছনার ঘটনায় এখন পর্যন্ত কোন অপরাধীকে শনাক্ত করা যায়নি। এ ছাড়া ওই দিন যারা নিগৃহীত হয়েছেন, তাদেরও সন্ধান মেলেনি। যদি কেউ নিগৃহীত হয়ে থাকেন, পুলিশের সঙ্গে তাদের যোগাযোগ করতে বলা হয়েছে। এর আগে মঙ্গলবার নববর্ষের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এসে যৌন হয়রানির শিকার হন কয়েকজন নারী।