আওয়ামীলীগ সমর্থিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আব্দুল হামিদ খান ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রচারণা চালাতে গেলে তাকে ধাওয়া দিয়েছে ছাত্রলীগের কর্মীরা। ‘ঠ্যালা গাড়ি’ প্রতীকের এ প্রার্থী অনেকটা বাধ্য হয়ে বিশ্ববিদ্যালয় এলাকা ছেড়ে চলে আসেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শিববাড়ী আবাসিক এলাকায় হামিদ খানের সমর্থনে তার কর্মীরা নির্বাচনের প্রচারণা চালাতে আসেন। খবর পেয়ে একই ওয়ার্ডের আওয়ামী লীগের অপর প্রার্থী ও ছাত্রলীগের সহ- সম্পাদক মো: আসাদুজ্জামান আসাদ সমর্থিত ২০-২৫ জন যুবকের এর একটি দল বাইক নিয়ে শিববাড়ী এলাকায় আসেন। এ সময় তারা শিববাড়িতে প্রবেশ করে প্রচারনা চালানোর কারণ জানতে চান। এরপর শুরু করেন ইট-পাটকেল নিক্ষেপ। অবস্থা বেগতিক দেখে কাউন্সিলর প্রার্থী হামিদসহ অন্যান্য কর্মীরা ঢাবি ক্যাম্পাস ত্যাগ করেন। উল্লেখ্য, হামিদ খান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ- সভাপতি। তিনি লাটিম প্রতীকে কাউন্সিলর পদে নির্বাচন করছেন। একই ওয়ার্ডে ছাত্রলীগের সহ-সম্পাদক ও কাউন্সিলর প্রার্থী মো. আসাদুজ্জামান আসাদ প্রতিদ্বন্দিতায় রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে মো: আব্দুল হামিদ খান মানবজমিনকে বলেন, নির্বাচনের প্রচারণার জন্য দুপুরে ঢাবির শিববাড়ী এলাকায় গিয়েছিলাম। এ সময় আমার সঙ্গে বেশ কয়েকজন মেয়েসহ প্রায় ৪০ জন কর্মী সমর্থক ছিলেন। আসাদ সমর্থিত কর্মীরা সেখানে এসে মেয়েদের ওপর ইটের খোয়া দিয়ে ঢিল দিতে থাকে। পরে আমাদের সবাইকে লাঞ্ছিত করে ক্যাম্পাস থেকে বের হয়ে যেতে বলে। অনেকটা বাধ্য হয়ে আমরা ক্যাম্পাস ত্যাগ করি। নির্বাচনী প্রচারণায় বাঁধা অত্যন্ত ঘৃণিত কাজ। আমি এর তীব্র নিন্দা জানাই।