পদ্মা সেতুর উদ্বোধন উদ্যাপন উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যাঘাত সৃষ্টি ও ভাঙচুরের অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার ১১ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, সদর থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুল হকের দায়ের করা মামলায় উল্লেখ করা হয়েছে, গত সোমবার (২৭ জুন) সন্ধ্যার পর সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে লোহার রড ও লাঠি নিয়ে ৩০ থেকে ৩৫ জনের একটি দল স্টেডিয়ামে প্রবেশ করে। এ সময় তারা দর্শকদের সাথে দুর্ব্যবহার করে এবং চেয়ার ভাঙচুরসহ অনুষ্ঠান প্রচারে বাধা সৃষ্টি করলে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করে।
তিনি জানান, এ ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এ ঘটনায় মোট ১১ জনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।