যুক্তরাষ্ট্রের টেক্সাসে লরির ভেতর থেকে উদ্ধার আরও ৫ অভিবাসীর মৃত্যু হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার (২৮ জুন) সিএনএনের প্রতিবেদনে জানা গেছে, এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। তারা বেশিরভাগই মেক্সিকোর নাগরিক বলে জানিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ৩ জনকে।
স্থানীয় সময় সোমবার (২৭ জুন) বিকেলের পর টেক্সাসের সান আন্টোনিও শহরের একটি লরি থেকে একে একে ৪০টির বেশি মরদেহ উদ্ধার করে পুলিশ। জীবিত উদ্ধার করা হয় বেশ কয়েকজনকে।
তবে, গুরুতর অবস্থায় আরও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করায় এই সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়। পরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫১ জনে।
পুলিশ জানায়, খবর পেয়েই তারা ঘটনাস্থলে পৌঁছান। উদ্ধার হওয়া সবাই অভিবাসী বলে ধারণা করা হচ্ছে। তবে, এখনো কারও পরিচয় প্রকাশ করা হয়নি। মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। একইসঙ্গে, নিখোঁজ গাড়ির চালককে ধরতে চলছে অভিযান।
যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে টেক্সাসের সান আন্টোনিও শহর। এ গ্রীষ্মে সেখানে সোমবার (২৭ জুন) তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
মানবপাচারকারীরা অভিবাসীদের আনার জন্য প্রায়শই লরি ব্যবহার করে থাকে। সান আন্তোনিও ফায়ার প্রধান চার্লস হুড সাংবাদিকদের জানান, লরিটিতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং এর ভেতরে কোনো পানীয় জল ছিল না। যাত্রীরা হিট স্ট্রোক ও তীব্র তাপে নাজুক হয়ে পড়েছিলেন।
স্থানীয় কেএসএটি টিভি চ্যানেলের মতে, লরিটি সান আন্তোনিওর দক্ষিণ-পশ্চিম দিকে রেলপথের পাশে পড়ে ছিল।
বাইডেন প্রশাসনের সীমান্ত নীতির কারণেই এমন ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন টেক্সাসের গভর্নর।