‘সামনে একটা আঘাত আসবে : শামীম ওসমান

Slider রাজনীতি


নারায়ণগঞ্জ:নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘পার্লামেন্টে সেদিন সিনিয়র এমপিরা বলছিলেন পদ্মা সেতু হয়েছে, চারিদিকে জয়জয়কার। সেদিন আমি বলেছি, যে লোক দেশকে স্বাধীনতা দিয়েছে আমরা সাড়ে তিন বছরের মাথায় সেই লোককে হত্যা করেছি এবং মোশতাকের পার্লামেন্টে যোগ দিয়েছি। পদ্মা সেতুতে ৪২টি পিলার। তবে বাংলাদেশের একটা পিলার, সেটা শেখ হাসিনা।’

তিনি বলেন, ‘সামনে একটা আঘাত আসবে। ওরা বসে থাকবে না। ওরা আঘাত করবে। তাই আমাদের সকলকে সজাগ থাকতে হবে। মনে রাখতে হবে শেখ হাসিনা আপনার আমার বাচ্চাদের ভবিষ্যৎ। আওয়ামী লীগের ভালো-মন্দ সব আছে। আমরা সবাই তার জন্য দোয়া করব। তিনি যেন বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন।’

মঙ্গলবার (২৮ জুন) দুপুরে আইনজীবী প্রণোদনা তহবিলের চেক হস্তান্তর ও বাংলাদেশ বার কাউন্সিলের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

আইনজীবী সমিতি নিয়ে শামীম ওসমান বলেন, ‘গতবার নারায়ণগঞ্জ বার ইলেকশনেও একটা কাউন্টার কমিটি দিয়েছিল। এতে আমাদের লাভ হয়েছিল। তবে আওয়ামী লীগের প্যানেল অতীতের সকল রেকর্ড ভেঙে জয়ী হয়েছিল। আগে এক শ’ বছরে একটা মোশতাক জন্ম নিত এখন জেলায় জেলায় থানায় থানায় মোশতাক।’

তিনি আরো বলেন, ‘আমরা দেখেছি আজ বিচার, মানবাধিকারের কথা হয়। সেদিন শেখ হাসিনাকে ভেতরে ঢুকে দুই রাকাত নফল নামাজ পড়তে দেয়নি। উনিশ বার তাকে আঘাত করা হয়েছে। আমরা মুক্তিযুদ্ধের প্রোডাক্ট। জাহানারা ইমাম ভবন করে আমরা নারায়ণগঞ্জে যুদ্ধাপরাধীদের নিষিদ্ধ ঘোষণা করেছিলাম। সে সময় সংসদে আমাকে হুমকি দেয়া হয়েছিল। আমি ভেবেছিলাম সামনে থেকে হামলা করা হবে। তবে তারা পেছন থেকে মারল। বোমা বিস্ফোরণে আমার ২০ জন মানুষ মারা গেল। আদালতে গিয়ে দেখি যে জবানবন্দি সেটা আমার জবানবন্দি না।’

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো: হাসান ফেরদৌস জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানটি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এ এম আমিনউদ্দিন, আইন ও বিচার বিভাগীয় সচিব মো: গোলাম সারোয়ার।

এ ছাড়া উপস্থিত ছিলেন বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সৈয়দ রেজাউর রহমান, লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান কাজী মো: নাজিবুল্লাহ হিরু, হিউম্যান রাইট ও লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো: মোখলেছুর রহমান বাদল, বার কাউন্সিলের সদস্য মো: রবিউল আলম বুদু, মো: সাঈদ আহমেদ রাজা, আব্দুল বাতেন, জেলা ও দায়রা জজ মুন্সী মো: মশিয়ার রহমান, বিচারক নাজমুল হক শ্যামল, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌস, জেলা প্রশাসক মো: মঞ্জুরুল হাফিজ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *