কলকাতা থেকে পদ্মা সেতু হয়ে আসছে প্রথম যাত্রীবাহী বাস

সারাবিশ্ব

কলকাতা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় আসছে সৌহার্দ্য বাস

পদ্মা সেতু উদ্বোধনের পর এই প্রথম কলকাতা থেকে পদ্মা সেতু হয়ে সরাসরি ঢাকায় আসছে যাত্রীবাহী বাস।
মঙ্গলবার (২৮ জুন) সকাল সোয়া ৭টায় কলকাতার মার্ককুইস স্ট্রিটে বিআরটিসির একটি বাস ৩১ জন যাত্রী নিয়ে ঢাকার পথে রওনা হয়।
এদিকে সরাসরি পদ্মা সেতু হয়ে বাসে গন্তব্যে পৌঁছাতে পারবে এমন যাত্রায় খুশি কলকাতায় অবস্থানরত বাংলাদেশি যাত্রীরা।

সময় সংবাদের কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্য জানিয়েছেন, তিনি ভোর ৪টা থেকে মার্ককুইস স্ট্রিটে অবস্থান করছেন। তিনি বলছেন যে, ভোর ৪টা থেকে মানুষ অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। কখন স্বপ্নের পদ্মা সেতু অভিমুখে তাদের যাত্রীবাহী বাসটি রওনা দেবে।

বাংলাদেশি যাত্রীদের একজন সময় সংবাদকে বলেন, আজকের যাত্রাটি অবশ্যই স্পেশাল। কেননা আজকে আমরা পদ্মা সেতু হয়ে দেশে যাচ্ছি যা আমাদের জন্য একটি যুগান্তকারী অর্জন। কেবল আমাদের জন্যই না, ভারত এবং বাংলাদেশ দুই দেশের বন্ধুত্ব এবং যাত্রার জন্য এটা একটা যুগান্তকারী পদক্ষেপ হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *