সিলেট-সুনামগঞ্জ এলাকায় ভয়াবহ বন্যা চলছে। পানির ঢল কিছুটা কমে এলেও সব নদীর পানি এখনো বিপদসীমার ওপর দিয়ে বইছে। ধারণার চেয়ে বেশি দীর্ঘস্থায়ী বন্যায় পানিবন্দি মানুষকে পড়তে হয়েছে তীব্র খাবার ও পানির সংকটে।
সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ত্রাণ দিচ্ছে। তবে এবার বন্যাদুর্গতদের সাহায্যে এগিয়ে এলেন বাংলাদেশ ক্রিকেট দলের তারকা মুশফিকুর রহিম।
একটি সূত্র থেকে জানা যায়, বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য নিজের এক মাসের বেতনের পুরোটাই দান করেছেন মুশফিক। তারকা এই ব্যাটারের দেওয়া অর্থ দিয়ে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী দল সিলেট ও সুনামগঞ্জের কয়েকটি এলাকায় ত্রাণ বিতরণ করবে।
মূলত মুশফিক ফাউন্ডেশনের মাধ্যমে দ্রুতই বন্যাকবলিত এলাকায় পৌঁছে যাবে সেই অর্থ।