স্বপ্নের পদ্মা সেতুর নাট-বল্টু খুলে টিকটক করা বায়েজিদ তালহাকে (৩০) ইতোমধ্যে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এবার জানা গেল, রেঞ্জ নিয়ে পদ্মা সেতুতে উঠেছিলেন বায়েজিদ। রোববার সন্ধ্যায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বরাত দিয়ে পদ্মা সেতুর প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, পদ্মা সেতুর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে জেনেছি, ওই যুবকের রেঞ্জ নিয়ে সেতুর ওপর উঠেছিলেন। সেতুর টোল প্লাজার সিসিটিভি ফুটেজে ওই যুবককে রেঞ্জ নিয়ে প্রবেশ করতে দেখা গেছে বলে তারা আমাকে জানিয়েছে।
এর আগে রোববার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায়- টিকটকার বায়েজিদ ভিডিও বানাতে গিয়ে পদ্মা সেতুর দুটি নাট-বল্টু খুলে নিয়েছেন। এরপর বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। এ ঘটনায় অনেকে বায়েজিদের শাস্তি দাবি করেন।
এদিন বিকেলের দিকে রাজধানীর শান্তিনগর থেকে বায়েজিদকে আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরে সন্ধ্যায় সিআইডি প্রধান মাহবুবুর রহমান জানান, টিকটকার বায়েজিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হবে।
বায়েজিদের গ্রামের বাড়ি বরিশালের পটুয়াখালীতে। তিনি রাজধানীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।