যশোরে দুই আওয়ামী লীগ কর্মীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকাল ৯টার দিকে সদর উপজেলার ঘুরুলিয়া আড়পাড়া গ্রাম থেকে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। গত রাতে কোন এক সময় তাদের হত্যা করা হয় বলে পুলিশের ধারণা। নিহতরা হলেন, জয়নাল (৪৫) এবং তার মেয়ের স্বামীর বড় ভাই লিটু (৩০)। দুজনই সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের হাশিমপুর গ্রামের বাসিন্দা।