পদ্মা সেতুর উদ্বোধন দেখে বাড়ি ফেরার পথে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
রোববার (২৬ জুন) সকালে পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার (২৫ জুন) দুপুরে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্পিডবোটে পদ্মা নদী পার হচ্ছিলেন। এ সময় হঠাৎ মাঝনদীর মাওয়া অংশে কিছু মানুষকে ভাসতে দেখেন।
পরে কাছে গিয়ে দেখেন ডুবে যাওয়া নৌকার যাত্রীরা বাঁচার আকুতি জানাচ্ছেন। কিন্তু উত্তাল পদ্মায় তাদের উদ্ধারে কেউ এগিয়ে আসছে না। এ সময় তিনি স্পিডবোটে থাকা সঙ্গীদের নিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। ফোন করে আরও একটি স্পিডবোটে নিয়ে আসেন।
এর পর ২২ জনকে জীবিত উদ্ধার করে নদীর পাড়ে তুলে আনেন তিনি।
মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেন, উত্তাল পদ্মা থেকে উঠে জীবন ফিরে পেয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানান উদ্ধার হওয়া ২২ জন। পরে তাদের নিয়ে নদীপাড়ে ফিরে স্বজনদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেন সচিব। উদ্ধার ২২ জনের মধ্যে তিনজন অসুস্থ হয়ে পড়ায় তাদের চিকিৎসার ব্যবস্থা করেন তিনি। উদ্ধার হওয়া সবারই বাড়ি ভোলার চরফ্যাশনে বলেও জানান তিনি।
কবির বিন আনোয়ার এই মানবিকতা একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন পদ্মা ও তার নিজ জেলা সিরাজগঞ্জের যমুনাপাড়ের মানুষ।