চিকিৎসা শেষ না করেই মাহমুদুর রহমান মান্নাকে হাসপাতাল থেকে কারাগারে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে নাগরিক ঐক্য। রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ভবনের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। এতে লিখিত বক্তব্যে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদ জামাল কাদেরী বলেন, গতকাল মান্নাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে পুনরায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে। এর আগেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা শেষ না করেই কারাগারে পাঠানো হয়েছিল তাকে। চিকিৎসা শেষ না করেই তাকে কারাগারে নেয়ার কারণে বার বার হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। লিখিত বক্তব্যে বলা হয়, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ছাড়পত্রেও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মতো ভালো হাসপাতালে রেখে সুচিকিৎসার পরামর্শ দেয়া হয়েছে। এই অবস্থায় তাকে হাসপাতালে রাখা মানে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেয়া। এ অবস্থায় একান্ত মানবিক বিবেচনায় জীবন রক্ষার্থে মান্নাকে হাসপাতালে রেখে আধুনিক চিকিৎসা দেয়ার আহবান জানানো হয় নাগরিক ঐক্যের পক্ষ থেকে। সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আবু বকর সিদ্দিক, ফজলুল হক, আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।