রমজান আলী রুবেল, শ্রীপুর গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে মাওনা হাইওয়ে থানার উদ্যোগে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে র্র্যালী আলোচনা সভা মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে মাওনা হাইওয়ে থানার আয়োজনে আনন্দর্র্যালী শেষে মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবীর হিমু, সাধারণ সম্পাদক এডভোকেট হারুন অর রশিদ ফরিদ, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর মোহাম্মদ হাবিবুল্লাহ, শ্রীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ নূরে আলম মোল্লা, যুগ্ন সম্পাদক আসিফ মোহাম্মদ জুয়েল, শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট কামাল ফকির।
আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাত ও মিষ্টি বিতরণ করা হয়।