‘পদ্মা সেতু নির্মাণে একজনেরই কৃতিত্ব, তিনি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি হৃদয়ে নাম লিখেছেন।’ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেছেন।
আজ শনিবার সকালে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশে সভাপতির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর বীর কন্যা। শেখ হাসিনা প্রমাণ করেছেন আমরা বীরের জাতি। গোটা জাতি আপনাকে স্যালুট করে।
ওবায়দুল কাদের বলেন, ভাঙনের খেলা পদ্মা পারে। দেশ বিদেশের ষড়যন্ত্র। সব প্রতিবন্ধকাতা জয় করে আমরা আমাদের অপমানের প্রতিশোধ নিয়েছি।
তিনি বলেন, বঙ্গবন্ধু যেমন করেছেন। তেমনি যতদিন পদ্মা থাকবে, পদ্মা সেতু থাকবে আপনার নাম সম্মানের সঙ্গে স্মরণ করা হবে।
ওবায়দুল কাদের তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু পরিবারের সদস্য শেখ রেহানা, সজিব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, রেদোয়ান মুজিব সিদ্দিকিসহ সবাইকে অপবাদ দেওয়া হয়েছে। একটি পরিবারকে অপমান করা হয়েছে। তাদের কি অপরাধ? আমরা সব অপমানের প্রতিশোধ নিয়েছি।